শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

আমাদের যুগে আমরা যখন লেখাপড়া করেছি মেলা তোমরা এ যুগে সেই বয়সেই ফেসবুক চালাও মেলা আমরা যখন কলের জাহাজ চালাইছি গগন জুড়ি তোমরা এখন ফেসবুক চ্যাটে উড়াও প্রেমের ঘুড়ি ফেসবুক,টুইটার,ব্লগ সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জুকার ,গেটস,জবস, ক্যাটরিনা ইন্টারনেটের অজানা কাহিনী তোমরা শোনাও সবে ফেসবুক টুইটার জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কভূ নাহি হবে আর ই-প্রথম আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার। স্ট্যাটাস-সম্বল এই বাপের অঙ্গ পুষ্ট করে আনিবে মোটা স্বাস্থ্য,দুর্বল দেহ-মন ঘরে ঘরে। তোমাদের কিবোর্ডে, কল-কলতানে উছসি উঠিবে ফেসবুক নদী সরস করিয়া ভুড়ি ও পশ্চাদে বহিবে সে নিরবধি তোমরা আনিবে চ্যাট ও স্ট্যাটাসে লুল-ডাকা রাঙা ভোর দিন করিবে ঘুমময়, নাকে নাকে বাঁধি প্রীতিডোর। (মূল কবিতা সূফীয়া কামালের "আজকের শিশু"। আমি আবার ক্ষমাপ্রার্থী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন